শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জিয়ার সমাধিতে বিএনপি নেতাদের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৮, ২:১৪ পিএম

পবিত্র ঈদুল আজহার দিনে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতারা।

বুধবার (২২ আগস্ট) ঈদের নামাজের পর বেলা ১২টার দিকে রাজধানীর শের-ই বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে যান বিএনপির সিনিয়র নেতারা। শ্রদ্ধা জানানোর পর সেখানে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, গাজী মাজহারুল আনোয়ার, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, আজিজুল বারী হেলাল, কাজী আবুল বাসারসহ দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে দুর্নীতির মামলায় কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে যান বিএনপি’র সিনিয়র নেতারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন