শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হাটহাজারীতে বিরল রোগে ৪ জনের মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ৯:০১ পিএম

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিণ উদালিয়া সোনাইরকুল দুর্গম ত্রিপুরাপল্লীতে অজ্ঞাত রোগে গত এক সপ্তাহে একই পরিবারের ৩ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এই উপজাতীয় পল্লীতে আরো ২১ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক তিনজনকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল রোববার হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম উক্ত ত্রিপুরা পল্লী পরিদর্শন করে।
জানা যায়, এইএলাকায় গত ২১শে আগষ্ট অন্নরায় ত্রিপুরা (৫) এবং কিশা মনি ত্রিপুরা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়। তারপর ২৪শে আগস্ট সমরায় ত্রিপুরা (৪) নামে এক শিশু মারা যায়। অন্নবালা ত্রিপুরা (৭) নামে গতকাল রোববার এক আরো এক শিশু মারা গেছে। এ নিয়ে শেম কুমার ত্রিপুরার পরিবারের তিন শিশুর মৃত্যু হয়। এতে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুরো দুর্গম ত্রিপুরাপল্লী যেন অসহায় হয়ে পড়ে। খবর পেয়ে গতকাল সকালের দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইনের নেতৃত্বে মোট ৬ জন চিকিৎসক সেখানে গিয়ে ২১ জন রোগীকে নিয়ে আসে হাসপাতালে। তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৫৫টি পরিবারের ৪ শত লোকের বসবাস হল এ দুর্গম ত্রিপুরাপল্লতে। এই পল্লীতে কমিউনিটি ক্লিনিক থাকলেও ডাক্তাররা রীতিমত আসেনা। ফলে সেখানে রোগীও তেমন আশার আগ্রহ হারিয়ে ফেলে। ওই এলাকার স্থানীয় একজন বাসিন্দা জানান, দীর্ঘদিন পূর্বে একবার একজন স্বাস্থ্য কর্মী আসলেও আজ পর্যন্ত কেউ আমাদের কোন খবর রাখেনি। বর্তমানে আমরা আতঙ্কে বসবাস করছি। আরো অনেক শিশুই এ রোগে আক্রান্ত হয়ে পড়েছে। ত্রিপুরাপল্লীর বনকুমার ত্রিপুরা জানান, প্রথমে শিশুদের শরীরে জ্বর, তারপর শরীরে এক ধরনের বিরল ঘাঁ, বা বিচি পুরো শরীর বিস্তার করে। এরপর খিচুনি শুরু হয়। ফলে ধীরে ধীরে শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান ডাক্তার আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন জানান, এখনো কী রোগ তা নির্ণয় করা যাচ্ছেনা। রক্তের নমুনা নিয়ে ঢাকার আই,ই, ডি, সি,আর এ পরীক্ষার জন্য পাঠানো হবে। তারপর কী রোগ তা নির্ণয় করা হবে। তবে অসুস্থ রোগীদের প্রাথমিক চিকিৎসা চলছে। আজ সোমবার স্বাস্থ কমপ্লেক্সের একটি টিম গিয়ে ত্রিপুরা পল্লী এলাকায় প্রতিটি ঘরে ঘরে গিয়ে চিকিৎসা দেওয়ার কথা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন