শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

১ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি

প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ দিনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
গতকাল (মঙ্গলবার) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের এক যৌথসভা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানেই কর্মসূচি চূড়ান্ত করা হয়। কর্মসূচি ঘোষণা করে রুহুল কবির রিজভী জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর শনিবার ভোরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন সকাল ১১টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে দলের সিনিয়র নেতাদের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুস্পমাল্য অর্পন করবেন। বিকাল ৩টায় ঢাকায় জনসভারও ঘোষণা দিয়েছে দলটি। এর জন্য সোহরাওয়ার্দী উদ্যান ও নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনের জায়গা ব্যবহারের জন্য পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। পরদিন রোববার বিকাল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হবে। এছাড়া সারা দেশে দলের সকল মহানগর-জেলা-উপজেলা, ইউনিয়ন শাখাগুলোতে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নিজস্ব কর্মস‚চি পালন করা হবে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, আবদুল আউয়াল খান, মীর নেওয়াজ আলী নেওয়াজ, বেলাল আহমেদ, হুমায়ুন কবীর, ঢাকা মহানগরের কাজী আবুল বাশার, মীর হোসেন মীরু, এজি এম শামসুল হক, এবিএম আবদুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, নুরুল ইসলাম খান নাসিম, যুবদলের নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের গোলাম সারোয়ার, সাদরেজ জামান, মহিলা দলের সুলতানা আহমেদ, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, ওলামা দলের এম এ মালেক, জাসাসের জাহাঙ্গীর আলম রিপন, ছাত্র দলের নাজমুল হাসান ও মেহবুব মাসুম শান্ত প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন