বিনোদন ডেস্ক : একুশে টেলিভিশনে শুরু হয়েছে দুই অভিনেত্রী তানভীন সুইটি এবং দীপা খন্দকারের উপস্থাপনা নতুন রান্নার অনুষ্ঠান ‘কুকিং জেন’। কোনো টেলিভিশনে একসাথে দুই অভিনেত্রীর উপস্থাপনার ঘটনা এটাই প্রথম। অনুষ্ঠানটিতে এই তারকাদ্বয় তাদের অভিজ্ঞতার আলোকে দর্শকদের সামনে উপস্থাপন করবেন মজাদার সব রান্নার রেসিপি এবং পদ্ধতি। রান্নার ফাঁকে ফাঁকে চলবে দুজনের গল্প আর আড্ডা। রান্নার বিভিন্ন রেসিপির পাশাপাশি গল্প আর আড্ডার মাধ্যমে নিজেদের পারিবারিক জীবন, মিডিয়ায় কাজের বর্তমান ব্যস্ততা এবং বন্ধুত্বের কথা উঠে আসবে অনুষ্ঠানটিতে। অনুষ্ঠান সম্পর্কে তানভীন সুইটি জানান, ‘আমি আর দীপা গল্প আড্ডায় নিজেদের রান্নাগুলো করেছি। আশা করি, দর্শক অনুষ্ঠানটি উপভোগ করবেন’। রান্না প্রসঙ্গে দীপা খন্দকার জানান, ‘পরিবারের লোকজন অথবা বাসায় অতিথি এলে সহজে রান্না করা যায়, এমনই রেসিপিতে আমি আর সুইটি রান্না করেছি। রান্নার সাথে গল্প আর আড্ডায় অনুষ্ঠানটি দর্শক উপভোগ করবেন।’ দীপু হাজরার প্রযোজনায় প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি একুশে টেলিভিশনে প্রচার হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন