শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

১৫ বছর পর জুটি বাঁধলেন আলেক জান্ডার বো ও মুনমুন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

প্রায় ১৫ বছর পর তৃতীয়বারের মতো জুটি বাঁধলেন মুনমুন ও আলেকজান্ডার বো। হারুন-উজ-জামানের পরিচালনাধীন ‘পদ্মার প্রেম চলচ্চিত্রে তারা জুটি বেঁধে অভিনয করছেন। মুনমুন বলেন, আমরা গত তিন দিন ধরে মানিকগঞ্জে শূটিং শুরু করছি। অনেক বছর পর রোমান্টিক গানের শূটিং করলাম। আমার কাছে অনেক ভালো লাগছে। বিশেষ করে আলেক ভাইয়ের সঙ্গে কাজটি করে আরো ভালো লাগছে। আমরা এর আগে দুটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছি ১৫ বছর আগে। এই ছবির মধ্য দিয়ে আমরা তৃতীয়বারের মতো জুটিবদ্ধ হলাম। এত দিন পরে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর অনুভ‚তিটা আসলেই অনেক মজার। ইদানীং মুনমুন খলনায়িকা হিসেবেই নিজেকে হাজির করতে চান বড় পর্দায়। তিনি বলেন, আমি এখন খলচরিত্রেই নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। কারণ খলচরিত্রে অভিনয় করার সুযোগ আছে। আমি যখন নায়িকা হিসেবে কাজ করেছি, তখন ছবির মূল চরিত্রে অভিনয় করেছি এবং আমার অভিনয় দর্শক ও নির্মাতারা পছন্দ করেছেন। এবার দেখা যাক খল চরিত্রে কতটুকু পছন্দ করে। পদ্মার প্রেম ছবিতেও খলনায়িকার চরিত্রে দেখা যাবে মুনমুনকে। মুনমুন ও আলেকজান্ডার বো ছাড়াও ছবির মূল চরিত্রে অভিনয় করছেন আইরিন ও সুমিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন