গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত এক বৃদ্ধার (৬৫) লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। গত ২৮ আগষ্ট অপরিচিত এক ব্যক্তি বৃদ্ধাকে হাসপাতালে রেখে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে সে মারা যায়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা মইনুল হক জানান, গত ২৮ আগষ্ট দুপুরে মুমূর্ষ অবস্থায় এ বৃদ্ধাকে অজ্ঞাত এক ব্যক্তি হাসপাতালে রেখে যায়। পরে তাকে চিকিৎসা দেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে সে মারা যায়। হাসপাতালের রেজিষ্টার অনুযায়ী তার নাম মনোয়ারা বেগম স্বামীর নাম কুদ্দুস বাড়ি উপজেলার রাজাবাড়ি এলাকায়। সে নিউমোনিয়া সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল। শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো: মহসিন মিয়া জানান, সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে এই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালের রেজিষ্টার অনুযায়ী খোঁজ করেও তার পরিচয় পাওয়া যায়নি। লাশটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন