শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

তিন দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ৬:১০ পিএম

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এর মধ্যে ৮ সেপ্টেম্বর ঢাকা মহানগরীসহ সারাদেশের জেলা সদর ও মহানগরীতে প্রতিবাদ সমাবেশ, ১০ সেপ্টেম্বর রাজধানীসহ সকল মহানগর ও জেলা সদরে একঘণ্টার মানবন্ধন ও ১২ সেপ্টেম্বর দুই ঘণ্টার প্রতীক অনশন করবে দলটির নেতাকর্মীরা। বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

তিনি বলেন, আজকে দেশের সর্বত্র কোটি কোটি মানুষ আওয়াজ তুলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। তার মুক্তিই হচ্ছে জনগণের একমাত্র আকাক্সক্ষা। তার মুক্তির দাবিতে আগামী ৮ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ১১টা থেকে ১২টায় এবং সারাদেশে মহানগর ও জেলায় এই কর্মসূচি পালিত হবে। ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১২টা প্রতীক অনশন হবে ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলা সদরে। আমরা প্রতীক অনশনের জন্য রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশন অথবা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের জন্য আবেদন করেছি।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, নেত্রকোনা, নাটোর, বরিশাল, নরসিংদী, বগুড়া, ঝিনাইদহ, সিরাজগঞ্জ ও খুলনাসহ সারাদেশে দলের নেতাকর্মীদের পুলিশের ‘মিথ্যা মামলা’ দিয়ে গ্রেপ্তার করার চিত্র তুলেন রিজভী।

 


--

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
৫ সেপ্টেম্বর, ২০১৮, ৬:৩২ পিএম says : 0
কোন কাজ হবে না ঊলট জেলে যেতে হবে সিনিয়র নেতাদের.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন