চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন তিনটি বিভাগ চালুর বিষয়ে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসির তিন সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল (বুধধবার) মতবিনিময় করেন। বিভাগ তিনটি হচ্ছে- নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ইউজিসি’র সদস্য প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলি, পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) খন্দকার হামিদুর রহমান এবং সিনিয়র সহকারী পরিচালক নাসিমা আক্তার খাতুন। মতবিনিময়কালে ইউজিসি প্রতিনিধি দল বিভাগ তিনটি চালুর করতে প্রয়োজনীয় অবকাঠামো ও ল্যাবরেটরি সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় চুয়েটের বিভিন্ন অনুষদের ডীন ও সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন