এর মধ্যেই সবাই জেনে গেছে এপ্রিলের শেষ দিন টিভি ও চলচ্চিত্র অভিনেতা করণ সিং গ্রোভার বলিউড তারকা বিপাশা বসুকে বিয়ে করতে যাচ্ছেন। ঠিক একই দিন বিয়ে করছেন আরেক করণ। এই করণ অবশ্য বিনোদন জগতের কেউ নন। তিনি একজন পাইলট, তিনি বিয়ে করছেন টিভি অভিনেত্রী শিখা সিংকে। শিখাকে দর্শকরা জি টিভির ‘কুমকুম ভাগ্য’ সিরিয়ালে আলিয়া মেহরার ভূমিকায় অভিনয়ের জন্য চেনে।
শিখা দীর্ঘদিন ধরেই বৈমানিক করণ শাহের সঙ্গে প্রেম করছেন। সম্প্রতি তারা তাদের সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী ৩০ এপ্রিল তাদের বিয়ে। বিয়ে হবে ঐতিহ্যবাহী গুজরাটি ধারায়। কয়েকদিন আগে শিখা আর করণ বিবাহপূর্ব এক অনুষ্ঠানের আয়োজন করেন। শিখা ইনস্টাগ্রামে তার বিবাহপূর্ব এই অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন