বিনোদন ডেস্ক : আরজে হিসেবেই পরিচিত নীরব খান। ছোট পর্দায় নিয়মিত উপস্থাপনা ও অভিনয় করলেও বড় পর্দায় তার যাত্রা শুরু হয়েছে ২০১৪ সালে তারেক মাহমুদ পরিচালিত চটপটি নামে একটি সিনেমার মাধ্যমে। সিনেমাটি এখন নির্মাণাধীন। এরই মধ্যে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নীরব। নবীন পরিচালক রাহুল রৌশনের নির্মিতব্য ‘জানরে’ নামে সিনেমায় অভিনয় করবেন নীরব। নীরব জানান, সিনেমাটিতে আমার চরিত্রটা একটু ভিন্নধর্মী। এর গল্প বেশ শক্ত। তবে এখনই গল্প নিয়ে আমি কিছু বলতে চাইছি না। তবে হলে সিনেমাটি দেখে দর্শক মুগ্ধ হবেন বলে আমার বিশ্বাস। এতে আরো অভিনয় করছেন শিপন, নিঝুম রুবিনা, সাদেক বাচ্চু, সিরাজী, কাবিলা, দুলারী, শাখা, রতন, চিকন আলী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন