বিনোদন ডেস্ক : বরেণ্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের জীবন ও কর্ম নিয়ে বই প্রকাশিত হতে যাচ্ছে। ‘মামুনুর রশীদ : থিয়েটারের পথে’ শিরোনামের বইটি লিখেছেন ফয়েজ জহির ও হাসান শাহরিয়ার। বইটি প্রকাশ করেছে বাঙলা প্রকাশনী। আজ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিকেল ৪টায় বইটির প্রকাশনা অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের, শিল্পী রফিকুন নবী, কবি নির্মলেন্দু গুণ, রাজনৈতিক ব্যক্তিত্ব হায়দার আকবর খান রনো এবং অধ্যাপক আব্দুস সেলিম। সূচনা বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। হাসান শাহরিয়ার বলেন, মামুনুর রশীদ বাংলাদেশের নাট্যাঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব। তার জীবন ও কর্ম নিয়ে তেমন উল্লেখযোগ্য বই নেই। বইয়ের পৃষ্ঠায় এমন একজন মানুষের বর্ণাঢ্য জীবন ও কর্ম তুলে আনাও সম্ভব নয়। বইটি এই বরেণ্য মানুষটির সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন