শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

একই চলচ্চিত্রে হাসান ইমাম ও লায়লা হাসান দম্পতি

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক ঃ একই চলচ্চিত্রে চতুর্থবারের মতো অভিনয় করতে যাচ্ছেন স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা হাসান ইমাম ও তার সহধর্মিনী নৃত্যশিল্পী, নৃত্যপরিচালক , একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী লায়লা হাসান। সালমান শাহ অভিনীত চলচ্চিত্র ‘স্বপ্নের ঠিকানা’খ্যাত পরিচালক এম এ খালেক পরিচালিত প্রতিবন্ধীদের নিয়ে চলচ্চিত্র ‘বাস্তবতা’য় তারা দু’জন আবারো একসেঙ্গ অভিনয় করবেন। বিষয়টি গতকাল সকালে সৈয়দ হাসান ইমাম নিশ্চিত করে বলেন,‘ এর আগে আমি এবং লায়লা তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছি। কোনটিতে আমরা একে অন্যের বিপরীতে আবার কোনটিতে অভিনয় করেছি ভিন্ন ভিন্ন চরিত্রে। এরমধ্যে দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। একটি চলচ্চিত্রের শুটিং চলছে। আর খালেকের চলচ্চিত্রের শুটিং চলতি সপ্তাহেই শুরু হবে।’ লায়লা হাসান বলেন,‘ গল্প এবং চরিত্র ব্যাটে বলে মিলেগেলে আমরা দু’জনই চেষ্টা করি একসঙ্গে কাজ করার। যেমন নাটকে আমরা একসঙ্গে অনেক কাজ করি। কিন্তু বড়পর্দায় একসঙ্গে খুব কম কাজ করা হয়ে থাকে। বাস্তবতা চলচ্চিত্রের গল্প খুব ভালোলেগেছে এবং পরিচালকের আগ্রহ থাকায় আমরা দু’জনই একসঙ্গে কাজ করছি। চলচ্চিত্রটি নিয়ে আমি খুব আশাবাদী।’ এম এ খালেক দীর্ঘ দেড় যুগ পর কোন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা সবই তিনি নিজেই করেছেন। খালেক জানান, ২৫ এপ্রিল থেকে ‘বাস্তবতা’র শুটিং হবে। সৈয়দ হাসান ইমামের নির্মিত চলচ্চিত্র ‘লাল সবুজের পালা’ চলচ্চিত্রে একজন নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছিলেন লায়লা হাসান। তবে তারা দু’জন একসঙ্গে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ চলচ্চিত্রে। এরপর তারা দু’জন সোহেল আরমানের ‘এই তো প্রেম’ এবং শাহআলম মÐলের ‘সাদাকালো প্রেম’ চলচ্চিত্রে অভিনয় করেন। এদিকে গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘দর্শন’ বিভাগের এ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক বিশেষ সম্মাননা দেয়া হয় লায়লা হাসানকে। ২০১০ সালে তিনি একুশে পদক পেয়েছিলেন বিধায় এই বিভাগের ছাত্রী হিসেবে তিনি দেরীতে হলেও এই বিশেষ সম্মানায় ভূষিত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন