শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ষষ্ঠ ‘ডাই হার্ড’ নিয়ে আসছেন ব্রুস উইলিস

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ষষ্ঠ বারের মত ব্রুস উইলিস ব্লকবাস্টার ‘ডাই হার্ড’ সিরিজে ফিরছেন আর এবারের পর্বটির নাম হবে তার রূপায়িত চরিত্র জন ম্যাক্লেইনের নামের শেষাংশ ‘ম্যাক্লেইন’। ডাই হার্ড সিরিজের ভক্তরা জানে জন ম্যাক্লেইন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের দুর্র্ধষ কর্মকর্তা যাকে সন্ত্রাসীদের মোকাবেলা করতে হয়েছে শেষ পাঁচ পর্বে। সিরিজের প্রযোজক লোরেনজো বনা ভেন্চুরা জানিয়েছেন দর্শকরা এবার আরও সক্রিয় ম্যাক্লেইনকে দেখতে পাবে। বনা ভেনচুরা বলেন, “পর্বটির নাম ‘ম্যাক্লেইন’ দেখেই দর্শকরা বুঝতে পারবে আমরা আগের তুলনায় বেশি সংশ্লিষ্ট করতে চাইছি। আগের পর্ব মুক্তি পাবার পর ২০১৫তে উইলিস জানিয়েছিলেন পরের পর্বটিতে ম্যাক্লেইন চরিত্রটি বর্তমান আর ভবিষ্যতে আসবে যাবে। তার মানে বর্তমানের ম্যাক্লেইন আর তরুণ ম্যাক্লেইনকে দেখানো হবে। পরের পর্বে উইলিস থাকবেন না এমন গুজবের ব্যাপারে প্রযোজক বলেছেন,”ব্রুস ছাড়া ডাই হার্ড’ কিভাবে নির্মাণ করা সম্ভব? তাকে এই ফিল্মে গুরুত্বের সঙ্গে দেখান হবে না এমন গুজবও সত্য নয়। আমরা বিশোর্ধ্ব ম্যাক্লেইনকে দেখাব তবে ষাটোর্ধ্ব ম্যাক্লেইনই প্রাধান্য পাবে।” প্রাথমিকভাবে ষষ্ঠ পর্বের নাম ছিল ‘ডাই হার্ড: ইয়ার ওয়ান’; কথা ছিল লেন ওয়াইজম্যানকে এটি পরিচালনা করবেন। পঞ্চম পর্ব ‘আ গুড ডে টু ডাই হার্ড’-এ ম্যাক্লেইন তার সিআইএ এজেন্ট ছেলেকে উদ্ধার করার জন্য রাশিয়াতে মিশনে গিয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন