বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নাট্যজন সম্মাননার মধ্য দিয়ে আইডিএলসি নাট্য উৎসবের সমাপ্তি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

নাট্যমঞ্চ হোক আনন্দ উৎসব-এ স্লোগানকে সামনে রেখে ৪ সেপ্টেম্বর জাতীয় শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া পাঁচদিনব্যাপি এ উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও এমডি আরিফ খান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ববর্গ ও অন্যান্য কলাকুশলীগণ। উৎসবের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের নাট্যপ্রকৃতি ও দেশীয় সংস্কৃতি বিকাশে শক্তিমান ভ‚মিকা রাখার জন্য আইডিএলসির উদ্যোগে চার দ¤পতিকে নাট্যজন সম্মাননা পদক প্রদান করেন অধ্যাপক ড. আনিসুজ্জামান। নাট্যজগতের অগ্রজ এ চার দ¤পতি হলেন সারা যাকের ও আলী যাকের, ফেরদৌসী মজুমদার ও রামেন্দু মজুমদার, লাকী ইনাম ও ড. ইনামুল হক এবং শিমুল ইউসুফ ও নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু দেশের বাইরে থাকায় এবং শিমুল ইউসুফ অসুস্থ থাকায় তাঁদের পক্ষ হতে তাঁদের কন্যা এশা ইউসুফ সম্মাননা পদক গ্রহণ করেন। প্রশংসিত ও আলোচিত দশটি দলের প্রযোজনা নিয়ে সাজানো হয়েছিল এ উৎসব। এ দশটি দর্শকনন্দিত দল হলো-প্রাঙ্গণে মোর, ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, ঢাকা পদাতিক, পালাকার, বটতলা, ঢাকা থিয়েটার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত¡ বিভাগ, থিয়েটার, প্রাচ্যনাট ও নাগরিক নাট্য সম্প্রদায়। আইডিএলসির সিইও ও এমডি আরিফ খান বলেন, ‘আইডিএলসি আয়োজিত পাঁচ দিনব্যাপী এ নাট্য উৎসবে দর্শকের আগ্রহ ও প্রাণোচ্ছল অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। আমি এ উৎসবে অংশগ্রহণকারী সকল দর্শক, নাট্যদল ও কলাকুশলীগণকে ধন্যবাদ জানাই। আর আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি নাট্যজগতের চির উজ্জ্বল চার দম্পতির প্রতি যারা আইডিএলসি প্রদত্ত এই সম্মানসূচক পদক গ্রহণ করে আমাদের এ আয়োজনকে পূর্ণতা দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন