শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ইন্টারনেটে সালেহীনের মাওলা

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ইন্টারনেটে অবমুক্ত হলো ‘তারই অপেক্ষায়’ নাটকের আলোচিত গান ‘মাওলা’। সালেহীনের কন্ঠে গানটির কথা লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী। সুর ও সংগীত পরিচালনা করেছেন কন্ঠশিল্পী সালেহীন নিজেই। তৌসিফ ও টয়া অভিনীত তারই অপেক্ষায় নাটকটি এর মধ্যেই ইউটিউবে দারুণ সাড়া ফেলেছে। নাটকে তৌসিফের মানসিক ভারসাম্যহীনতার ভিন্ন লুক দর্শকদের আকৃষ্ট করেছে। সেখানে ব্যবহৃত গানটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া। ভিডিওটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। মিঠু মনিরের চিত্রগ্রহণে ভিডিওটির সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন মোহন আহমেদ। লোকাল বাস এন্টারটেইনমেন্ট এর নির্মাণে ভিডিওটির এজেন্সি ছিল ফ্যাক্টর থ্রি সল্যুশন্স। সালেহীন বলেন, 'এটি আমার প্রথম মৌলিক গান। লায়নিকের কাছে আমি কৃতজ্ঞ আমাকে এমন একটি সুযোগ করে দেয়ার জন্য। গানটি নাটকে ব্যবহৃত হওয়ার পর থেকেই আশাতীত সাড়া পেয়েছি। আশা করছি, শ্রোতারা ঠকবেন না।' প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে একই শিল্পীর আরো একাধিক গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন