শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিকী অনশন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৮, ৩:২৪ পিএম

কারাগারের ভেতর আদালত স্থানান্তরের প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় প্রতীকী অনশন করেছে জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম। সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারে ও আদালত চত্বরে অবস্থান নিয়ে পৃথক ভাবে তারা অনশন শুরু করে। জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এডঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ, জেলা বিএনপির সহসভাপতি এডঃ এম.এ.করিম, এডঃ গোলাম সারওয়ার খোকন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডঃ আনিসুল রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের সাধারন সম্পাদক ইয়াসিন মাহমুদ, যুগ্ম সম্পদক এডঃ আব্দুর রহিম গোলাপ, সদর বিএনপির সাধারন সম্পাদক মোঃ আলী আজম, বিএনপির নেতা মোঃ মনির হোসেন এডঃ মোঃ আলী আজম চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুল্লাহ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল ও জেলা মহিলা দলের সাধারন সম্পাদিকা খোশপিয়ারা প্রমুখ। বক্তারা, বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির জন্য কর্মসূচী সফল করার আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন