পুলিশী বাধার কারণে নেত্রকোনায় প্রতিকী অনশন কর্মসূচী পালন করতে পারেনি বিএনপি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সাংবাদিকদের জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে প্রতিকী অনশন কর্মসূচীর আয়োজন করে। সকাল ১০টার দিকে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হয়ে প্রতিকী অনশন কর্মসূচী পালন করতে চাইলে পুলিশ কর্মসূচী পালনে বাধা দেয় এবং দলীয় নেতাকর্মীদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরে দলীয় নেতাকর্মীরা কুরপাড়ে জড়ো হয়ে প্রতিকী অনশন কর্মসূচী পালন করে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন খানের সাথে যোগাযোগ করলে তিনি বিএনপির কর্মসূচীতে বাধা দেয়ার কথা অস্বীকার করে বলেন, কোন্দলের কারণে তারা কোন কর্মসূচী পালন করেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন