শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

যাত্রী ছাউনি চাই

চি ঠি প ত্র

| প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৩ এএম

ছাতক উপজেলার অন্তর্গত জাউয়া একটি বিখ্যাত বাজার। এই বাজারের ওপর দিয়ে সুনামগঞ্জ-ঢাকায় শত শত যাত্রী ও গাড়ি নিত্যদিনই চলাচল করে থাক। কিন্তু দুঃখের বিষয়, বাজারে কোনো যাত্রী ছাউনি না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে, প্রচণ্ড রোদ, ঝড়-বৃষ্টি ও তুফানে যাত্রীসাধারণকে দোকানপাট, মার্কেট ও মসজিদের সামনে আশ্রয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। পুরুষ যাত্রীর তেমন সমস্যা না হলেও নারী যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়। যাত্রী ছাউনি না থাকায় দোকানের সামনে বেঞ্চে বসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। আমাদের আবেদন, অতি শিগগিরই যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেটের ব্যবস্থা করে আমাদের শান্তিতে বসবাস করতে সহযোগিতা করুন।
সাদিক বিন তালিব
জাউয়া বাজার, ছাতক, সুনামগঞ্জ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন