বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

যাত্রী ছাউনি ও শৌচাগার না থাকায় জনদুর্ভোগ চরমে

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা

ঝালকাঠির রাজাপুরে মহাসড়কের ৩টি গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডের একটিতেও যাত্রী ছাউনি না থাকায় বর্তমানে টানা বর্ষায় যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এ উপজেলার বরিশাল-ঝালকাঠি সড়কের বাগড়িতে, রাজাপুর-ভা-ারিয়া, রাজাপুর-কাঁঠালিয়া সড়কের বাইপাস মোড় এবং রাজাপুর-পিরোজপুর, রাজাপুর-কাউখালী সড়কের মেডিকেল মোড় এলাকার বাসস্ট্যান্ডগুলোর কোথাও কোনো যাত্রী ছাউনি নেই। সড়ক ও জনপথ বিভাগের এসব সড়কে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশালগামী দূরপাল্লার পরিবহনসহ বাস ও লোকাল বাস চলাচল করছে। এছাড়া এ উপজেলা সদরের কোনো বাসস্ট্যান্ডে নেই কোনো গণশৌচাগার। এছাড়া গণশৌচাগার না থাকায় বাজারগুলোর পরিবেশও নষ্ট হচ্ছে। এতে যাত্রীদের পাশাপাশি পরিবহন শ্রমিকদেরও চরম ভোগান্তি পোহাতে হয়। এ কারণে যাত্রীদের রোদ ও বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠতে হয়। মাঝে মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে গাড়িতে উঠতে হচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। একাধিক যাত্রী ও শিক্ষার্থী জানান, রাজাপুরের মতো এ রকম কোনো উপজেলার মহাসড়ক নেই, যেখানে একটি যাত্রী ছাউনি নেই। রোদ-বৃষ্টির কারণে মাথাব্যথা ও জ্বরসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে। বৃষ্টিতে বই ভিজে ক্লাস ও লেখাপড়ায় সমস্যা হচ্ছে। রাজাপুরের বাগড়ি বাজার লোকাল কাউন্টারের পরিচালক শফিকুল ইসলাম ডিমন সিকদার ও মো. মিয়াজ হোসেন জানান, বর্ষা ও রোদে যাত্রীদের চরম দুর্ভোগ হচ্ছে। তাই ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা পরিষদের কাছে এ উপজেলার গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের সুবিধার্থে দ্রুত যাত্রী ছাউনি নির্মাণের দাবি রাজাপুরবাসীর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন