বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বর্ষায় নগরবাসীর দুর্ভোগ আর কতকাল

চি ঠি প ত্র

| প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৩ এএম

বর্ষাকালে দুর্ভোগ বাড়ে- এ তো নতুন কোনো ঘটনা নয়। প্রতিবছর এ দুর্ভোগের চিত্র দেখতে হচ্ছে আমাদের। বিরামহীন বর্ষায় ঢাকার রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। আবার রাস্তাঘাট সংস্কারের কারণেও খানাখন্দ সৃষ্টি হয়ে আছে সর্বত্র এই বর্ষায়। যে কারণে বর্ষাকালে চলাচলে আরও দুর্ভোগ বেড়েছে। বর্ষা হয়ে থেমে গেলেও রাস্তাঘাট থাকে কর্দমাক্ত, যে জন্য পাশ থেকে যানবাহন যাওয়ার সময় কাদাপানি ছিটকে এসে জামাকাপড় নষ্ট করে দিয়ে যাচ্ছে। এ তো বর্ষাকালের নিত্যদিনের ঘটনা। কখনোবা রাস্তায় এতটা পানি জমে থাকে, তখন তো চলাচল করা আরও কষ্টকর হয়ে ওঠে। রাস্তায় পানি জমে থাকার কারণে জুতা-স্যান্ডেল হাতে নিয়ে পথ চলতে হয়। এই তো হলো ঢাকার বর্ষাকালের চিত্র। এ কারণে বর্ষাকালে ঢাকার রাস্তাঘাটে চলাচলে দুর্ভোগ বাড়ে প্রতিবছরই। কর্তৃপক্ষ কেন যে পারে না খাল, জলাশয়, ডোবা-নালা, পতিত জায়গা উদ্ধার করে দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে- এ প্রশ্ন থেকে যায় জনগণের মনে। জনগণ মনে করে, কর্তৃপক্ষের কাজই তো হলো খাল, জলাশয়সহ যাবতীয় যা কিছু সরকারি সম্পত্তি রয়েছে, তা রক্ষণাবেক্ষণ করে রাখা। এ ছাড়াও ঢাকার যত খাল-জলাশয় রয়েছে, তা উদ্ধার করে খনন করা হোক। সেই সঙ্গে ঢাকার চারপাশের নদীগুলো খনন করে নাব্য ফিরিয়ে আনা হলেই বর্ষাকালে দুর্ভোগ থেকে নগরবাসী রেহাই পাবে। নচেৎ নয়। খালগুলো যতদিন পর্যন্ত উদ্ধার না হচ্ছে, ততদিন বর্ষাকালে পানি জমবে, নামবে নৌকা। নগরবাসী নৌকায় দাঁড়িয়ে সেলফি তুলে বলবে- ঢাকা মানে কাদাপানি, কাদাপানি।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন