কালাই (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের কালাই উপজেলার ইমামপুর-রাধানগর থেকে দেওগ্রাম পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থান খানাখন্দে ভরা। রাস্তার দুই পাশে রয়েছে অন্তত ৪টি পুকুর। রাস্তাটির পুকুর সংলগ্ন অংশগুলো দিন দিন পুকুরগর্তে বিলীন হচ্ছে। ফলে সারা বছর এ এলাকার জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সরেজমিনে জানা যায়, বিকল্প কোনো রাস্তা না থাকায় উপজেলার ইমামপুর, রাধানগর, দেওগ্রামের রাস্তা দিয়ে পূর্ব দুর্গাপুর, জালাইগাড়ী, ইমামপুর, রাধানগর ও ছোট এলাকার অন্তত ৫ হাজার লোক চলাচল করে। কৃষি সমৃদ্ধ এ এলাকায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৫টি পুকুর, ১৬টি গরুর খামার অবস্থিত। এসব গ্রামে বিভিন্ন মৌসুমি শাক-সবজি বিশেষ করে আলু, শিম, পটল, করলা, ঝিঙা, চিচিঙ্গা, বেগুন, মূলা, বাঁধাকপি, ফুলকপি, কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, লাল শাক, পালং শাক, ডাঁটাশাক, কলমি শাক, কচুর লতি, সরিষা প্রচুর পরিমাণে আবাদ হলেও এ রাস্তাটির বেহাল অবস্থার করণে বহুকষ্টে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। বর্ষাকালে শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবীসহ সব শ্রেণির-পেশার মানুষের দুর্ভোগের সীমা থাকে না। প্রসূতিসহ ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের যথাসময়ে হাসপাতালে নেয়া যায় না। ইমামপুরের বাচ্চু মিয়া, রাধানগরের শহিদুল ইসলাম, জালাইগাড়ীর তফিজ উদ্দীন এবং দেওগ্রামের আশরাফ আলী জানান, তারা সবাই কৃষক। তাদের গ্রামের মাঠে মাঠে ধান, আলু, শিম, পটল, করলা, ঝিঙা, চিচিঙ্গা, বেগুন, মূলা, বাঁধাকপি, ফুলকপি, কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, লাল শাক, পালং শাক, ডাঁটা শাক, কলমি শাক, কচুর লতি, সরিষা প্রচুর পরিমাণে আবাদ হয়। কিন্তু রাস্তার বেহাল অবস্থার জন্য তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে নানা সমস্যা হয়। তাই বাধ্য হয়ে তাদের উৎপাদিত কৃষিপণ্য ফরিয়াদের কাছে কম দামে বিক্রি করতে হয়। দেওগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোশারফ হোসেন ফকির, পুনট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আবদুল কুদ্দুস সরদার ও পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী জানান, অল্প বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়। বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্ত দেখা দেয়। ফলে শিক্ষক, শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষিজীবী, শ্রমজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ অবস্থায় রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন তারা। কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিলনফুজুর রহমান মিলন বলেন, ভুক্তভোগী এলাকাবাসী দাবি করেন, রাস্তাটি যাতে দ্রুত পাকাকরণ করা যায় সেজন্য জয়পুরহাট-২ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কাছে জোর সুপারিশ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন