শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বর্ষায় দুর্ভোগ বাড়ে হাজারো মানুষের

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা
রংপুরের পীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের রেকর্ডভুক্ত রংপুর-ঢাকা মহাসড়কের ব্র্যাক অফিস থেকে আরাজী গঙ্গারামপুরগামী একমাত্র রাস্তাটি পাকা না হওয়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে। ভুক্তভোগী গ্রামবাসী জানান, শুষ্ক ও বর্ষা দুই মওসুমেই ওই রাস্তা দিয়ে চলাচলকারী লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হয়। গ্রামে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আত্রাই বিল। বিলে জলা ও খাসজমি রয়েছে প্রায় ২শ’ একর। গ্রামের ভেতর দিয়ে চলে যাওয়া কুতুবপুর গ্রাম্য সড়ক দিয়ে প্রতিদিন শত শত লোকজন ছাড়াও পর্যাপ্ত যানবাহন চলাচল করে। এখানে রয়েছে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান একটি আরাজী গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অপরটি আরাজী গঙ্গারামপুর বালিকা দাখিল মাদরাসা এবং ছওতুল হেরা কওমী মাদরাসা। আগামী ৭ আগস্ট প্রথম পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। তাই নতুন মেয়র যিনি নির্বাচিত হবেন অবশ্যই আরাজী গঙ্গারামপুর রাস্তাটি পাকাকরণের পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী। এব্যাপারে উপজেলা প্রকৌশলী মজিবর রহমান বলেন, রাস্তাটির প্রাক্কলন করে উর্ধŸতন কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য দেয়া হয়েছে। খুব শিগগিরই অত্যন্ত জনগুরুত্বপুর্ণ আরাজী গঙ্গারামপুরের রাস্তাটি পাকাকরণের কাজ শুরু হবে বলে এলাকাবাসী আশা করছেন। উল্লেখ্য, বিগত সরকার আমলে ওই রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা নেয়া হলে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ ম-ল তার ক্ষমতাবলে রাস্তাটি কেটে দিয়ে তার জামাইয়ের বাড়ির রাস্তা পাকা করেছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন