শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পানি নেই, লোকালয়ে কুমির

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে চলছে তীব্র খরা, সেই সাথে পানির ভয়াবহ সংকট। আর এতে শুধু যে মানুষই দুর্ভোগের শিকার হচ্ছে তা নয়, এর প্রভাব পড়ছে পশুপাখির ওপরও। পানির অভাব যেমন প্রকট আকার ধারণ করছে তেমনি পশুপাখিদের আহার যোগাড়েও সৃষ্টি হয়েছে সংকট। এমনই একটি ঘটনা ঘটেছে দেশটির উত্তর-প্রদেশের খরা কবলিত ফিরোজাবাদ জেলার দারপুর গ্রামে। অকল্পনীয়ভাবে হঠাৎ দেখা গেল একটি কুমির নদী ছেড়ে লোকালয়ে চলে আসছে। পানির কুমির ডাঙ্গায় দেখে আতঙ্ক সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। খোলা রাস্তায় যেখানে গ্রামের মানুষ চলাচল করে বা শিশু-কিশোররা খেলাধুলা করে, সেখানে একটি পূর্ণবয়স্ক কুমির ঘোরাফেরা করতে থাকায় ভয় পেয়ে যায় স্থানীয়রা। তবে গ্রামবাসী কুমিরটিকে একটি বিদ্যুৎ খুঁটির সঙ্গে বেঁধে রাখতে সক্ষম হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট স্থানীয় বনবিভাগকে খবর দেয়া হয়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। স্থানীয়রা জানিয়েছে, গ্রাম সংলগ্ন সমস্ত নদী-নালা শুকিয়ে গেছে। ফলে খাদ্যের অভাবে কুমিররা নদী থেকে উঠে পার্শ্ববর্তী গ্রামে ঢুকে পড়ছে খাবারের খোঁজে। এর আগেও গ্রামে ঢুকে গৃহপালিত পশুদের আক্রমণ করেছে কুমির। তবে বন বিভাগে খবর দেয়া হলে তারা এসে কুমিরটিকে নিয়ে চলে যায়। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন