শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পূর্বাচলে ৩ গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার পূ | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৪২ এএম
র্বাচল ৩০০ ফিট সড়কের ১১ নম্বর ব্রিজের নিচ থেকে তিন বন্ধুর গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। রূপগঞ্জ থানার এসআই শফি উদ্দিন আজ শনিবার সকালে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার পুলিশ গুলিবিদ্ধ তিন লাশ উদ্ধার করে। পরিবারের দাবি- ডিবি পরিচয়ে তাদের তুলে নেয়া হয়েছিলো।  
জানা গেছে, তিন বন্ধু আবদুল মান্নানের ছেলে শিমুল আজাদ (৩২), আবদুল ওয়াহেদের ছেলে নুর  হোসেন এবং মৃত শহিদুল্লাহর ছেলে সোহাগ (৩৫) রাজধানীর মুগদা ও মহাখালী বসবাস করতেন। তারা ঝিনাইদহ এবং মুন্সিগঞ্জের বাসিন্দা। বুধবার রাত ১টার দিকে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার শিমুলের বাসা থেকে ফেরার পথে তারা নিখোঁজ হন।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন