কাশ্মীর কন্যা লায়লাকে (তৃপ্তি দিমরি) দিয়ে এই ‘লায়লা মজনু’র গল্প শুরু। শহরে লায়লার খ্যাতি তরুণদের আকৃষ্ট করার জন্য। লায়লার বাবার প্রতিদ্বন্দ্বীর ছেলে কায়েস ভাটও (অবিনাশ তিওয়ারী) তাদের মাঝে একজন। সেও লায়লার মন পেতে চায়। তার বিশ্বাস তার সঙ্গে লায়লার রোমান্স হল অবধারিত নিয়তি। তার বিশ্বাস এতোটাই শক্তিশালী যে সে লায়লার মন জয় করে ফেলে এক সময়। একটি জমি দখলের মামলা নিয়ে লায়লা আর কায়েস ওরফে মজনুর বাবার মধ্যে দ্ব›দ্ব চলতে চলতে তাদের প্রেমও চলতে থাকে। আর এর মধ্যে অবধারিতভাবেই দুঃখজনক কয়েকটি ঘটনা ঘটে এবং তার পাশাপাশি সৃষ্টি হয় এক সংগীতময় উপাখ্যান। বলাই বাহুল্য অমর গল্পের আধুনিক উপস্থাপনা এই লায়লা মজনু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন