রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রির্পোটার মশিউর রহমান উৎস হত্যাকাণ্ডের প্রায় ৩ বছরের মাথায় ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। গত শনিবার রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে এই অভিযোগ পত্র দাখিল করা হয়। মামলায় অভিযুক্তরা হচ্ছেন কুখ্যাত মাদক ব্যবসায়ী জহিরন আক্তার জুই ওরফে গেদী তার সহযোগী রুপম, শুভ, পেশাদার খুনি রুবেল হেমব্রা, রিপন, লেলিন, রোকসানা ও রুবেল। গতকাল সোমবার দুপুরে পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসায়ী গেদীর সাথে মশিউর রহমান উৎসের পরিচয় ছিল। গেদীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আঘাত আসায় মামলার অন্যান্য আসামীদের সহযোগীতায় তারা উৎসকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের জড়িত ৩ আসামী আদালতে হত্যার দায় স্বীকার করে ৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন