শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মার্কিন নাগরিকত্বের আবেদন করবেন জাস্টিন বিবার

| প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মডেল হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান এবং কথিত বিয়ের পর কানাডীয় গায়ক জাস্টিন বিবার এখন মার্কিন নাগরিকত্ব অর্জনের চেষ্টায় আছেন। গায়কটি এরই মধ্যে দ্বৈত নাগরিকত্ব লাভের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে। বিবার কানাডার অণ্টারিওতে জন্মগ্রহণ করলেও যুক্তরাষ্ট্রের প্রতি তার রয়েছে গভীর ভালবাসা। ২৪ বছর বয়সী বিবার ১৩ বছর বয়স থেকে যুক্তরাষ্ট্রেই বাস করেন এবং এখানেই গান করেন। অন্যদিকে তার বাগদত্তা হেইলির জন্ম নিউ ইয়র্কে। বিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের। এখন নাগরিকত্ব লাভের জন্য আবেদনকারীর পাঁচ বছরের গ্রিন কার্ড থাকা জরুরি। এছাড়া তাকে ইংরেজি বলতে লিখতে আর বুঝতে হবে আর তার থাকতে হবে সুচরিত্রের অধিকারী। বলাই বাহুল্য সবগুলো শর্তই তিনি পূরণ করেছেন। নাগরিকত্বের জন্য তাকে ১০ ধাপের প্রক্রিয়া ডিঙিয়ে যেতে হবে। তারপর এন-৪০০ ফর্ম পূরণ এবং সাক্ষাতকারের মুখোমুখি হতে হবে। এক সূত্র জানিয়েছে বিবার আর বল্ডউইন এরই মধ্যে বিয়ে করেছেন যদিও কয়েকদিন পর তাদের আনুষ্ঠানিক বিয়ে হবার কথা ছিল। কয়েকদিন আগে ২১ বছর বয়সী মডেলটির সঙ্গে বিবারকে একটি রেজিস্ট্রি অফিসে দেখা যাওয়ায় তাদের বিয়ের গুজব ছড়ায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন