শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিজ্ঞাপন দিয়েই ফিরছেন মোনালিসা

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিজ্ঞাপনে মডেল হয়েই আমেরিকা ফেরত মোনালিসার মিডিয়ায় নতুন করে যাত্রা শুরু হচ্ছে। ‘যমুনা ফ্যান’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার জন্য চূড়ান্ত হয়েছেন তিনি। আগামী ২৯ এপ্রিল বিজ্ঞাপনটির শুটিং হবে। এটি নির্মাণ করবেন সৈয়দ রাসেল। মোনালিসা জানান, যমুনা গ্রুপের দুটি বিজ্ঞাপনে কাজ করবেন তিনি। একটি ফ্যান’র এবং অন্যটি ফ্রিজের। তবে ফ্যান’র বিজ্ঞাপনের কাজটি আগে করা হবে। মোনালিসা বলেন, ‘বিজ্ঞাপনই আমার আসল জায়গা। কারণ দর্শক আমাকে মোনালিসা হিসেবে আবিষ্কার করেছেন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার কারণেই। তাই মডেলিং আমার অনেক ভালোবাসার জায়গা। বিজ্ঞাপনে মডেল হয়ে কাজে ফেরাটা আনন্দের বিষয়। নিজের মনের ভেতর ভীষণ ভালোলাগা যেমন কাজ করছে ঠিক তেমনি ক্যামেরার সামনে আবার দাঁড়াবো, ভাবতেই ভালো লাগছে।’ এদিকে মে মাসের শুরু থেকে মোনালিসা ঈদের বেশ কয়েকটি নাটকের কাজ শুরু করবেন বলে জানান। এদের মধ্যে রয়েছেন সাগর জাহান, তাজ ও অনন্য ইমন। রুম্মান রশীদ খানের রচনাতেও একটি নাটকে অভিনয় করবেন মোনালিসা। এদিকে বহুদিন পর ঢাকায় ফিরে বন্ধু-বান্ধব, আতœীয়-স্বজন ও মা’কে সময় দিচ্ছেন মোনালিসা। মুঠোফোনেও যেন সময় দিতে হচ্ছে শুভাকাক্সিক্ষদের। আর ভক্তদের কথা ভেবেই তিনি কাজে ফিরছেন। মাহফুজ আহমেদ’র সঙ্গে ‘ফিজ আপ’র বিজ্ঞাপনে মোনালিসা সর্বশেষ কাজ করেছিলেন। বিজ্ঞাপনটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিলো। উল্লেখ্য, গত ২ এপ্রিল মোনালিসা প্রায় তিন বছর পর আমেরিকা থেকে দেশে ফিরেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন