তুচ্ছ কারণে মেজাজ দেখান বোধ হয় আনাস রশিদের অভ্যাসে পরিণত হয়েছে। অতীতে তিনি সহশিল্পী, কুশলী আর নির্মাতাদের সঙ্গে অনেকবার রাগারাগি করা নজির আছে তার। ‘দিয়া অওর বাতি হাম’ সিরিয়ালের এই অভিনেতা এবার এক স্টান্ট পরিচালকের ওপর তার ঝাল মিটিয়েছেন।
একটি বিনোদন পোর্টালের এক প্রতিবেদন থেকে জানা গেছে, সেসময় অভিনেতাটি একটি স্ট্রিট ফাইটের দৃশ্যে অভিনয় করছিলেন। এই দৃশ্য চিত্রায়নের সময়ই কোনও এক কারণে তার মেজাজ বিগড়ে যায় এবং তিনি সহ-স্টান্ট নির্দেশকের মুখে ঘুষি মেরে বসেন। মূল স্টান্ট পরিচালকও সেখানে ছিলেন। তিনি আনাসকে একটু ঠা-া মাথায় কাজ করার পরামর্শ দেন। এতে অভিনেতাটি আরও রেগে যান। আনাস তাকে বলেন, সেই স্টান্ট পরিচালক যেন তাকে স্টান্ট বা ব্যাবহার শেখাতে না আসেন। তিনি অতীতেও স্টান্ট দৃশ্যে কাজ করেছেন।
স্টান্ট পরিচালকও কম যান না। একসময় তাদের এই বিবাদ আরও বিশ্রী রূপ ধারণ করে। শেষ পর্যন্ত শুটিং প্যাক-আপ ছাড়া আর বিকল্প ছিল না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন