বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের নিঃশর্ত মুক্তির দাবিতে এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সংগঠন দুটির পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর মধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আগামীকাল বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করবে। কর্মসূচি সফল করতে সংগঠনটির সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।
অন্যদিকে একই দাবিতে ঢাকা মহানগর দক্ষিণের থানায় থানায় বিক্ষোভ করবে দক্ষিণ বিএনপি। মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার এই কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন