শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

২৭ সেপ্টেম্বর চট্টগ্রামে ৪ দল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এসিসি অনুর্ধ-১৯ এশিয়া কাপে বি-গ্রæপের ছয়টি ম্যাচ খেলতে আগামী ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম আসছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। এর পরদিন সকালে বাংলাদেশ ও বিকেলে শ্রীলঙ্কা জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে এবং পাকিস্তান (সকালে) ও হংকং (বিকেলে) এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করবে। দলগুলো থাকবে হোটেল রেডিসনে।

মূল খেলা চলবে ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত।
চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসানোর আয়োজন নতুন কোন ঘটনা নয়। তবে এবার যেহেতু দু’টি ভেন্যুতে একসাথে হবে অনুর্ধ এশিয়া কাপের ম্যাচগুলো তাই সব দিক থেকে গুরুত্বটা একটু বেশি।

বিভাগীয় স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে রাব্বি খান রুবেল বলেন, ‘এ ম্যাচগুলো আয়োজনে এরমধ্যে এমএ আজিজ স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত করে তোলা হয়েছে। এখন চলছে কেবল শেষ মুহূর্তের ঘষামাজা। টুর্নামেন্ট শুরুর আগে এমএ আজিজ স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন