বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় জুটি মৌসুমী-ওমর সানি দীর্ঘদিন পর একসঙ্গে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। বদিউল আলম খোকন পরিচালিত হারজিৎ সিনেমায় তারা অভিনয় করবেন বলে জানা যায়। ইতোমধ্যে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা। পরিচালক খোকন জানান, এ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন এ সময়ের জনপ্রিয় দুইজন শিল্পী। আর মৌসুমী-ওমর সানী জুটি সিনেমাটিকে আরো শক্তিশালী করবে। রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমাটির কাহিনী লিখেছেন কাশেম আলী দুলাল। প্রযোজনা করেছ নিউ জেন এন্টারটেইনমেন্ট ও অভি কথাচিত্র। উল্লেখ্য, সিনেমায় নায়ক-নায়িকা হিসেবে থাকবেন মাহি ও টিভি অভিনেতা সজল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন