বিনোদন ডেস্ক : ফেসবুক বিড়ম্বনায় পড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার নামে ফেসবুকে অসংখ্য ভুয়া আইডি রয়েছে। তবে এর মধ্যে তার নিজস্ব ভেরিফায়েড একটি ফ্যান পেইজও আছে। কিন্তু মাহি জানেন না পেইজটির নিয়ন্ত্রণ কে বা কারা করেন। সম্প্রতি একটি ভিডিও বার্তা পোস্ট করে এ তথ্য জানান মাহি। মাহি বলেন, গতবছর থেকে পেইজটির অ্যাডমিনে আমি নেই। আমি জানি না পেইজটি কারা চালায়। আমি দেখি যে প্রায়ই অন্যান্য নিউজ শেয়ার করা হয়। আমার নিউজ থাকে না। যার জন্য অনেকেই আমাকে প্রশ্ন করেছেন- আমার নিউজগুলো পেজে থাকে না কেন? এটা খুবই দুঃখজনক একটা বিষয়। মাহি আহ্বান জানিয়ে বলেন, এমন কেউ যদি থেকে থাকেন যে এটা কিভাবে আমার ফ্যান পেইজটি রিকোভারি করা যায়, তবে আমাকে অবশ্যই হেল্প করবেন। এদিকে মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি যেকোনো মূল্যে আমার ভেরিফায়েড ফ্যান পেইজটি ফিরে পেতে চাই। ফ্যান পেইজ ফিরে পেতে প্রয়োজনে যদি আইনের দ্বারস্থ হতে হয়, তবে তাই করব। তারপরেও আমার ফ্যান পেইজটি ফেরত চাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন