স্টাফ রিপোর্টার : হৃদয় আন্দোলিত করা সঙ্গীতের আবেশ ছড়ানো সুরে ভিজে গেছে যেন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। মঞ্চ থেকে সুরের আবেশ ছড়িয়ে সঙ্গীতানুরাগীদের আকণ্ঠ সুরে মুগ্ধ করছিলেন শিল্পীরা। আর সঙ্গীত তারকাদের আলোকোজ্জ্বল উপস্থিতিতে শিল্পকলা একাডেমির সবুজ মাঠ যেন হেসে উঠেছিল। এমনই চিত্র ছিল শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হওয়া আট দিনব্যাপী সঙ্গীত মেলার প্রথম দিনে। ‘গানে হোক জীবন সুন্দর’ এই স্লোগান নিয়ে গতকাল শনিবার বিকালে শুরু হয় আট দিনের এই ‘সঙ্গীত মেলা’। সম্মিলিত সঙ্গীত শিল্পী সোসাইটির আয়োজনের এই ‘সঙ্গীত মেলা’য় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মেলা উদযাপন কমিটির আহ্বায়ক হাসান মতিউর রহমানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী আশরাফ উদাস। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সঙ্গীত মনকে পরিশীলিত করে। সংগ্রামে, বিজয়ে, প্রেমে, বিরহে, জয়ে, পরাজয়ে সঙ্গীতের কাছে আমাদের যেতেই হয়। যারা সঙ্গীতের চর্চা করেন তারা আমাদের মনকে সবুজ করেন। এ সময় তথ্যমন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার তীব্র নিন্দা জানান ও বিচার দাবি করেন। মেলার উদ্বোধনীতে গীতিকার কুটি মনসুর, শিল্পী মো. আবদুল জব্বার, সাদী মহম্মদ ও সুরকার সুজেয় শ্যামকে সম্মাননা প্রদান করা হয়। মেলায় প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত গান গাইবে দেশবরেণ্য শিল্পী ও প্রতিশ্রুতিশীল শিল্পীরা। ৩০ এপ্রিল শেষ হবে আট দিনের এই সঙ্গীত মেলা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন