রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আন্তর্জাতিক সম্প্রচার কৌশল পরিকল্পনা টিমে খ ম হারুন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্টের (এআইবিডি) আন্তর্জাতিক সম্প্রচার কৌশল পরিকল্পনা টিমের সদস্য নির্বাচিত হয়েছেন খ ম হারূন। খ ম হারূন বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক এবং দেশের একজন খ্যাতিমান গণমাধ্যম ব্যক্তিত্ব। সমগ্র এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উল্লেখযোগ্য গণমাধ্যম বিশেষজ্ঞদের মধ্য থেকে ১১ জনকে এআইবিডির পলিসি নির্ধারনী এই কমিটির সদস্য করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- চীনের ন্যাশনাল রেডিও ও টেলিভিশন অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক ইয়ান চ্যানশেং, অল ইন্ডিয়া রেডিওর পরিচালক (ইন্টারন্যাশনাল রিলেশনস) ভি শিবকুমার, কোরিয়া ইন্টারন্যাশনাল সোসাইটি ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সিনিওর রিসার্চ ফেলো সারগউং কিম, কোরিয়া ব্রডকাস্টিং সিস্টেম (কেবিএস)-এর পরিচালক কিম ইয়ং ইলিল, মালয়েশিয়া রেডিও টেলিভিশন (আরটিভি)-র পরিচালক অ্যালেক্স রেজা শারিমান, মালদ্বীপ পাবলিক সার্ভিস মিডিয়া (পিএসএম)-এর ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খালিল, রেডিও নেপালের প্রধান স¤পাদক জনার্দন বিসতা, থাইল্যান্ড ন্যাশনাল ব্রডকাস্টিং সার্ভিস এর নির্বাহী পরিচালক ওয়ানপেন উপটন, এআইবিডি- এর অনুষ্ঠান প্রধান ফিলোমেনা গাপ্রাগাসাম এবং এআইবিডি- এর পরিচালক চ্যাং জিন। আন্তর্জাতিক সম্প্রচার মিডিয়ায় বিশেষ অভিজ্ঞতা ও অবদানের জন্য এই এগারোজনকে নির্বাচিত করা হয়েছে, যারা আন্তর্জাতিক সম্প্রচার মিডিয়ার জন্য একটি যুগোপযোগী সম্প্রচার নীতিমালা প্রণয়ন করবেন এবং পৃথিবীর বিভিন্ন দেশের সম্প্রচার উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভ‚মিকা রাখবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন