অ্যান্ডটিভির জনপ্রিয় সিরিয়াল ‘ভাবি জি ঘার পার হ্যায়’ ছাড়বার পর অভিনেত্রী শিল্পা শিন্দেকে নিয়ে এখনো আলোচনায় ভাটা পড়েনি। আঙ্গুরি তিওয়ারির ভূমিকা তার জায়গা নিয়েছেন শুভাঙ্গী আত্রে। এ ঘটনাটির পর অভিনয়শিল্পী এবং প্রযোজকদের দুটি আলাদা সংগঠন শিল্পার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাতে কী হয়েছে? শিল্পার জন্য অফারের কোনো অভাব হচ্ছে না।
এক প্রতিবেদন থেকে জানা গেছে, ‘দ্য কপিল শর্মা শো’তে কাজ করার অফার ছিল তার জন্য। কিন্তু শেষ মুহূর্তে ‘বিগ বস’ বিজয়ী রোশেল রাও এই দায়িত্বটি পেয়েছেন।
কয়েকটি সূত্র জানিয়েছে, কালার্স চ্যানেল কপিলের প্রতিদ্বন্দ্বী শো ‘কমেডি নাইটস বাঁচাও’ শোটির জন্য শিল্পাকে চাইছে। শিল্পা এখনো তার সিদ্ধান্ত জানাননি আর চ্যানেলও অপেক্ষায় আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন