শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

১৫০ পর্বে ধারাবাহিক নাটক দহন

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এটিএন বাংলার প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘দহন’ ১৫০তম পর্বে পদার্পন করেছে। নাটকটি সপ্তাহের প্রতি রবি থেকে মঙ্গলবার, রাত ৮টায় প্রচার হচ্ছে। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, অরুণা বিশ্বাস, কে এস ফিরোজ, নাজনীন চুমকী, প্রভা, ফারহানা মিলি, জিতু আহসান, চাঁদনী, শাহাদাৎ হোসেন, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা প্রমুখ। পারিবারিক গল্প নিয়ে গড়ে উঠেছে নাটকের গল্প। গ্রামের অসহায় দরিদ্র একটি পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে নাটকের গল্প। দরিদ্র পরিবারের মেয়েটি জীবন চলার পথে পদে পদে বিপন্নতার স্বীকার হয়। জীবন যুদ্ধে প্রতিনিয়ত বিপন্নতা কাটিয়ে এক সময় মেয়েটি জয়ী হয়। দরিদ্র এই মেয়েটির বিপন্নতা কাটিয়ে ওঠার গল্পই হল দহনের মূল উপজীব্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন