শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

২২ শর্তে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১:০৭ পিএম | আপডেট : ৯:২৭ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০১৮

২২ শর্তে আগামীকাল রবিবার (৩০ সেপ্টেম্বর) সোহরাওয়াদী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশের অনুমতি নিতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করে বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ সাংগঠনিক সম্পাদক আবসুদ সালাম আজাদ। তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ্যানী বলেন, ‘আমরা সমাবেশের অনুমতি পেয়েছি। আগামীকাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের জন্য সব ধরনের প্রস্তুতিও আমরা নিচ্ছি।’

রবিবার বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। গত ২৪ সেপ্টেম্বর বিএনপি ও আওয়ামী লীগ একইসঙ্গে শনিবার (২৯ সেপ্টেম্বর) সমাবেশের ঘোষণা দেয়। পরে ডিএমপির অনুরোধে বিএনপি শনিবার সমাবেশ না করার সিদ্ধান্ত নেয়। তবে আজ রাজধানীর মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশ করবে আওয়ামী লীগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Billal Hosen ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১:৫০ পিএম says : 1
মাননীয় বিরোধীদল পরিচালক বেক্তিগণ আপনারা শৃংখলাভাবে সমাবেশ করুন এটাই আমার অনুরোধ। আর সরকারপ্রধানকে অনুরোধ করছি আপনার তাদেরকেakto সুযোগ করে দিন এবং আপনার দলীয় লোকের প্রতি অনুরোধ তারা যেন সজাগ থাকে তাহলে জাতি শান্তি পাবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন