শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হোটেল ভূতের কবলে ইগি অ্যাযালিয়া

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

র‌্যাপ গায়িকা ইগি অ্যাযারিয়া জানিয়েছেন সপ্তাহ খানেক আগে একটি হোটেলে অবস্থান কালে তিনি একটি ভূতের কবলে পড়েছিলেন।
‘ফ্যান্সি’ গানটির জন্য খ্যাত গায়িকাটি জানান এক সফরে তাকে উইস্কনসিনের মিলওকিতে একটি হোটেলে থাকতে হয়েছিল। এই হোটেলটি আবার ভূতের আখড়া হিসেবে পরিচিত। “আমি জানতাম আমার হোটেলটিতে ভূতের আনাগোনা আছে... আমি অনুভবও করেছি, তবে পাশ কাটিয়ে গেছি এবং আলো জ্বালিয়ে ঘুমিয়েছি। এরপর আমি আমার এক বান্ধবীকে বিষয়টি জানাই, সে জানায় তারও সে রকম অনুভূতি হয়েছে এবং সে কিছু ভৌতিক স্বপ্ন দেখেছে।”
১৮৯৩ সালে ১ মিলিয়ন ডলর ব্যয়ে গ্র্যান্ড হোটেল অফ দ্য ওয়েস্ট নামে হোটেলটি প্রতিষ্ঠিত হয়েছিল। বহু বছর ধরেই হোটেলের অভ্যাগতরা অতিপ্রাকৃতিক অস্তিত্বের কথা বলে আসছে। বিশেষ করে তারা হলওয়েতে এক বৃদ্ধের পায়চারীর উল্লেখ করে থাকে। অনেকের ধারণা এই বৃদ্ধটি হোটেলের প্রতিষ্ঠাতা চার্লস ফাইস্টার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন