টিভিতে সব অভিনয়শিল্পীই পজিটিভ ভূমিকায় অভিনয় করতে আগ্রহী। কিন্তু শাগুন আজমানির ক্ষেত্রে ব্যাপারটি অন্য রকম। ‘জামাই রাজা’ সিরিয়ালে তার চরিত্রটি ক্রমে খল থেকে পজিটিভ হওয়াতে তিনি শোটি ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি মনে করেন খল ভূমিকা অপেক্ষাকৃত। তিনি বলেন, “এছাড়া, সিরিয়ালটির গল্পের কাল এগিয়ে নেয়া হচ্ছে। আমি বুঝতে পারছি না আমার চরিত্রটি (শবনম) ঠিক কোন দিকে যাবে।”
শাগুন মনে করেন খল ভূমিকা দর্শকদের মনে দীর্ঘদিন ধরে প্রভাব রাখে। “আমি খল ভূমিকাকে অগ্রাধিকার দিয়ে থাকে কারণ এই ধরনের কাজ থেকে বেশি শেখা যায়। এতে পারফর্মেন্সেরও বেশি সুযোগ থাকে। আমি কান্নাকাটি পছন্দ করি না, এর বদলে আমি কাঁদাতে পছন্দ করি,” তিনি বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন