স্টাফ রিপোর্টার : ঈদের টেলিফিল্মে জুটি হয়ে অভিনয় করলেন চিত্রনায়ক রিয়াজ ও সাদিয়া ইসলাম মৌ। টেলিফিল্মটির নাম দ এবং অতঃপর দ। এমদাদ হকের গল্পে এবং মনসুরুর রহমান চঞ্চলের চিত্রনাট্যে টেলিফিল্মটি পরিচালনা করছেন নুজহাত আলভী আহমেদ। এ প্রসঙ্গে রিয়াজ বলেন, চমৎকার একটি গল্প আছে টেলিফিল্মটিতে। তাছাড়া দর্শকদের কাছে টেলিফিল্মটির মাধ্যমে একটি ম্যাসেজ পৌঁছে যাবে। আশা করি এটি সকলের কাছে ভালো লাগবে। স¤প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে টেলিফিল্মটির শূটিং। নাটকের গল্পে দেখা যাবে শহুরে এক দ¤পতির প্রেম-ভালোবাসা এবং সাংসারিক টানাপড়েনের নানা দিক। নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে টেলিফিল্মটি রয়েছে স¤পাদনার টেবিলে। আগামী ঈদে এটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন