শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সেই ব্যথা আজও রয়ে গেছে

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ছোটবেলায় ছাদ থেকে পড়ে গিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ব্যথা পাওয়ার সেই কথা ফেসবুকে শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। বর্তমানে তিনি ব্যথামুক্ত থাকতে নিয়মিত ফিজিও থেরাপি নিচ্ছেন। ফেসবুকে আসিফ লিখেন, সেই কবে ’৮১ সালে ছাদ থেকে পড়ে গিয়েছিলাম ঘুড়ি ওড়াতে গিয়ে। সে সময় ডঃ ফারুক বলেছিলেন-বয়স ত্রিশ পেরুলেই শুরু হবে শারীরিক যন্ত্রণা। ঘাড়ের তিনটা হাড় আঁকাবাঁকা, বাম বাহু থেকে পুরো হাত এক্সরে রিপোর্টে আলগা দেখায়, বাম হাতের আঙ্গুল আগেই ভাঙা। বাম পাশেও ঘুমোতে পারি না, ডান পাশে ঘুমালে বাম হাত উল্টে যায়। সোজা হয়ে পড়ে থাকতে হয় জিন্দালাশের মত। এমনকি লেখার মত ক্ষমতাও থাকে না। চয়ন বাংলাদেশের স্বনামধন্য ফিজিও থেরাপিস্ট, সে আমার কাছে ম্যাজিশিয়ান। সেলিব্রিটি ক্রিকেট খেলার সময় পরিচয়। সে আগে থেকেই আমাকে ভালবাসে। সব সময় ব্যথা উপেক্ষা করা যায় না, সহ্য করে যেতে হয়, তাইই করছি, তবে চয়নের হাতের ম্যাজিকে আশা জেগে ওঠে। কোন মতে দশটা দিন মাসে সুস্থ থাকলেই আমি আমার কাজগুলো করতে পারি। তবে ব্যথা থাক বা না থাক অনুরোধের আসরগুলোতে উপস্থিতি চলছে, চলবে, নইলে আবার শিল্পী বিনয় প্রশ্নবিদ্ধ হবে। ব্যথায় যন্ত্রণাকাতর হলে মনে হয় খরস্রোতা নদীটি এখন মৃতপ্রায়। ফেসবুকে নাই কেন, নতুন গান বের হয় না কেন, দাওয়াতে যেতে পারি না কেন? এ রকম নানান কেনর উত্তর আমার প্রায় অসাড় শরীর তখন দিতে পারে না। তবু মহান আল্লাহ চয়নকে পাঠিয়েছেন আমার জন্য, তাইতো রাজীবের ভাষায়- একলা আমার দলটা টিকে আছে কোন ভাবে। সব দিক থেকে ব্যথা যতই বাড়ুক, শরীরের ব্যথা প্রশমনের জন্য চয়ন তো আছেই। চয়নের জন্য শুধুই ভালবাসা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন