বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
আজ বুধবার দুপুরে ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অুনষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ, শুকুর মাহমুদ, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান, মেহেদী আলিম, সাংগঠনিক সম্পাদক হামিদ তালুকদার, শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ জেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, তাঁতীদলসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা বিএনপির সভাপতি সামছুল আলম তোফার নেতৃত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান বরাবর স্মারকলিপি প্রধান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বাংলাদেশ রাষ্ট্রকে একটি ন্যায়ভিত্তিক কল্যাণমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে নির্মাণ করার লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ সরকারের অধীনে সকলের নিকট গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠুভাবে করার দাবী করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন