মাদারীপুরে বুধবার বেলা ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. জামিনুর হোসেন মিঠু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. জাফর আলী মিয়া, পৌর বিএনপি’র সভাপতি এ্যাড. শরীফ মো. সাইফুল কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. গোলজার আহম্মেদ চশিতী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মহসীন মোড়ল, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুবলদলের সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, সাধারন সম্পাদক ফারুক বেপারী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন