রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বুড়িচংয়ে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবীতে আলোচনা সভা

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৮, ১১:৩৩ এএম

কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আলম বাবুলের নির্দেশক্রমে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ডের উদ্যোগে গতকাল অক্টোবর বিকেলে মুক্তিযোদ্ধাদের ৩০% কোটা পুনর্বহালের দাবীসহ মুক্তিযোদ্ধাদের অন্যান্য ন্যায্য দাবী পূরণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান চেয়ারম্যান। রাজাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলমগীর জলিলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজাপুর ইউনিয়নের কৃতি সন্তান গাজী মোসলেহ উদ্দীন। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলে সহ-কমান্ডার ও ইউনিয়ন আ’লীগের সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা মো. জয়নাল হোসেন মাস্টার, বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন খান চৌধুরী, মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়ন মঞ্চের সদস্য মফিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মো. শরীফুল আলম, ইউনিয়ন সন্তান কমান্ডের আহবায়ক মো. সাইফুল ইসলাম শাহীন, সদস্য সচিব সাইফুল ইসলাম, সদস্য যথাক্রমে সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, কায়কোবাদ, আবুল কাশেম, মো. দুলাল, মো. আতিকুল ইসলাম, আবুল খায়ের, খায়রুল বাবু,ওমর ফারুক, মনসুর, সায়মন,কামরুল ইসলাম,শাওন, মেহেদী বাবুসহ উপজেলা কমিটির অন্যান্য বীরমুক্তিযোদ্ধা ও ইউনিয়ন সন্তান কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ অচিরেই মুক্তিযোদ্ধাদের ন্যায্য দাবী দাওয়া পূরণসহ ৩০% কোটা পুনর্বহালের দাবী জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন