শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে সিলেটে মহাসড়ক অবরোধ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৮, ৩:৫২ পিএম

দেশের সরকারী চাকুরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে সিলেটে মহাসড়ক অবরোধ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট ও দক্ষিণ সুরমা শাখা।

সোমবার বেলা ১২ টা থেকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে সড়ক অবরোধ করেন। বেলা পৌণে ১টা পর্যন্ত অবরোধ চলার পর সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অবরোধ শেষ হয়।

অবরোধচলাকালে সন্তান কমান্ডের নেতাকর্মীরা তারা টায়ার জ্বালিয়ে রাস্তায় অবস্থান নেন। তাদের হাতে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা রয়েছে। তারা সরকারী চাকুরিতে ৩০ শতাংশ কোটা বহালের দাবি জানান।

অন্যদিকে অবরোধের কারণে মহাসড়কে দুই পাশে শত শত যানবাহন আটকে যায়। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও তাদেরকে বাঁধা দেয়নি। ফলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ জনগণকে।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সিলেট মঞ্চ ও দক্ষিণ সুরমা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন
সিলেট মঞ্চের সভাপতি সালা উদ্দিন পরভেজ, সাধারণ সম্পদক জবরুল হোসেন, দক্ষিণ সুরমা শাখার সভাপতি সালা উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জাবের আহমদসহ বেশ কয়েকজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন