গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি চাকুরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা। বুধবার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন আমরা মুক্তিযোদ্ধা সন্তানরা। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামচুল হক মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, অন্যান্যদের মধ্যে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ এ সময় বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক, নাসির উদ্দিন তালুকদার, ইউনুস আলী শেখ, হাবিবুর রহমান খান, আঃ রাজ্জাক, ডাঃ লিয়াকত হোসেন, প্রভাত রায়, মোদাচ্ছের হোসেন ঠাকুর, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, রুহুল আমিন খান, দিদার হোসেন খান, মুক্তিযোদ্ধা কমান্ডারের সন্তান ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সাধারন সম্পাদক বুলবুল আহম্মেদ হাজরা, ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মুন, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, ছাত্রলীগ নেতা জুয়েল মুন্সি, রাসেল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। মাবনবন্ধনে বক্তারা তাদের ন্যায্য দাবি মেনে নিতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন