শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পশ্চাৎদেশ অপারেশন নয়...

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

অপারেশনের মাধ্যমে কৃত্রিমভাবে পশ্চাৎদেশ আকর্ষণীয় করা যাবে না। কারণ, ‘ব্রাজিলিয়ান বাট লিফট’ অপরেশনের কারণে চলতি বছরের শুরুতে ২০ বছর বয়সী ব্রিটিশ নারী মারা যায়। সর্বশেষ গত আগস্টে ২৯ বছর বয়সী লে ক্যামব্রিজ নামের আরেক ব্রিটিশ নারী মারা গেলে কিছুটা সতর্ক অবস্থান নেয় যুক্তরাজ্য। ফলে কসমেটিক সার্জনদেরকে এ ধরনের অপারেশন আর না করতে বলেছে সরকার। ব্রিটিশ এসোসিয়েশন অব এসথেটিক প্লাস্টিক সার্জনস (বাপস) জানায়, এটা সবচেয়ে বিপজ্জনক কসমেটিক সার্জারি। এত বিপজ্জনক হওয়ার পরও এমন অপারেশন করতে আগ্রহী ফিগার সচেতন নারীরা। বিশেষ করে সেলিব্রেটিরা এর প্রতি বেশি ঝুঁকছে। অবশ্য এটাকে জনপ্রিয়ও করেছে সেলিব্রেটিরাই। বাট লিফট পদ্ধতিতে শরীরের যেকোনও অংশ থেকে চর্বি কেটে পশ্চাৎদেশে যুক্ত করা হয়। এতে কোমর চিকন হয় এবং পশ্চাৎদেশ ফুলে ওঠে। এই সার্জারির জটিলতার কারণে প্রতি ৩ হাজারের মধ্যে একজন নারী মারা যায়। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন