এলিট ফোর্স ব্যাটালিয়ন র্যাবের সুন্দরবনে দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর। এটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রিয়াজ, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, তাসকিন রহমান, রাইসুল ইসলাম আসাদ, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, দর্শনা বণিক, আরমান পারভেজ মুরাদ, মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, নরেশ ভূঁইয়া প্রমুখ। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলর প্রকাশ করা হয়েছে। কক্সবাজারের লাবণী বিচে ট্রেইলার প্রকাশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব ফোর্সেসের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সিনেমাটি নিয়ে দীপন বলেন, অনেক কথা বলার আছে সিনেমাটি নিয়ে। কিন্তু বেশি কথা বলতে চাই না। সিনেমাটি মুক্তি পেলে দর্শক বুঝতে পারবে আমরা কী করতে চেয়েছি। রিয়াজ বলেন, আমার সিনেমার ক্যারিয়ারে ট্রেইলার প্রকাশের জন্য এত বড় অনুষ্ঠান হতে দেখিনি। অপারেশন সুন্দরবন সিনেমাটি আমিও দেখিনি। আশা করি, দর্শকদের সঙ্গেই দেখব। নুসরাত ফারিয়া বলেন, সিনেমাটি জীবনের একটি অংশ হয়ে গেছে। সিনেমাটির জন্য দর্শক সমর্থন জরুরি। আশা করি, দর্শক একটি ভাল সিনেমা দেখতে পাবেন। প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ বলেন, এমন একটি অনবদ্য সিনেমা নির্মাণের জন্য এর পরিচালক ও কলাকুশলীদের অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি, সিনেমাটি মুক্তি পেলে সারা দেশের মানুষ এটা উপভোগ করবেন। আমি সবাইকে আগাম আমন্ত্রণ জনাই সিনেমাটি দেখার জন্য। উল্লেখ্য, জলদস্যু মুক্ত করার অভিযানে র্যাব সদস্য পি.সি. কাঞ্চন আলীসহ ৩০ জন অকুতোভয় বীর শহীদের প্রতি সিনেমাটি উৎসর্গ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন