রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ৭৫২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের একটি ফাইলে স্বাক্ষর করে নগর ভবনে তার দ্বিতীয় দফা মেয়র হিসাবে দায়িত্ব পালনের প্রথম কর্মদিবস যাত্রা শুরু করলেন। এ উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর ২২টি পুকুর সংরক্ষণ ও সংস্কার করা হবে। প্রকৌশলী আশরাফুল হক বলেন, আগের মেয়াদে খায়রুজ্জামান লিটন মেয়র থাকাকালে এ প্রকল্পটি তিনি হাতে নিয়ে ছিলেন। এ প্রকল্পটির ফাইল আগে থেকেই প্রস্তুত ছিল। প্রথম কর্মদিবসে মেয়র সে ফাইলটিতে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এখন অর্থ বরাদ্দের জন্য ফাইলটি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন