শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রাসিক মেয়রের প্রথম স্বাক্ষর ৭৫২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ৭৫২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের একটি ফাইলে স্বাক্ষর করে নগর ভবনে তার দ্বিতীয় দফা মেয়র হিসাবে দায়িত্ব পালনের প্রথম কর্মদিবস যাত্রা শুরু করলেন। এ উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর ২২টি পুকুর সংরক্ষণ ও সংস্কার করা হবে। প্রকৌশলী আশরাফুল হক বলেন, আগের মেয়াদে খায়রুজ্জামান লিটন মেয়র থাকাকালে এ প্রকল্পটি তিনি হাতে নিয়ে ছিলেন। এ প্রকল্পটির ফাইল আগে থেকেই প্রস্তুত ছিল। প্রথম কর্মদিবসে মেয়র সে ফাইলটিতে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এখন অর্থ বরাদ্দের জন্য ফাইলটি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন